বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১০ মার্চ ২০২১
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, বর্তমান আন্দোলন সফল করতে এই রক্ষীবাহিনীর পতন ঘটাতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমার বুক পেতে দেবো। পেছনের দিক দিয়ে পালিয়ে যাবো না।
১০মার্চ (বুধবার) রাজধানীর খিলগাঁও, তালতলা মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশারাক হোসেন এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে আমরা নিজেরা বিবাদ, বিভাজন, বিরোধ, মারামারি, হানাহানি করছি। এখানে লাভ কার হচ্ছে? স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে লজ্জাবোধ করছি যে আমরা এখনও স্বাধীনতাকে খুঁজে বেড়াই, এখনও গণতন্ত্রকে খুঁজে বেড়াই।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh