বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
জেসিকা চ্যাস্টেইন
অনেকেই জানাতেন হলিউড তারকা জেসিকা চ্যাস্টেইনের সঙ্গে অস্কার আইজ্যাকের সম্পর্কের কথা। তবে কেউ এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল বিষয়টা। অবশেষে জেসিকা নিজেই স্বীকার করে নিলেন অস্কারের সঙ্গে মন দেওয়া-নেওয়ার কথা। জানালেন, তাদের বন্ধুত্ব ২০ বছরেরও বেশি সময়ের। বেশ কয়েকটি প্রকল্পে একে অন্যের সহযোগী হিসেবে পাশে থেকেছেন, যার সুবাদে সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে আটকে থাকেনি। আরও গাঢ় হয়েছে, যাকে বলা হয় প্রেম।
জেসিকা চ্যাস্টেইন ও অস্কার আইজ্যাক
এ অভিনেত্রীর কথায়, ‘অভিনয় করতে গিয়ে কখনও কখনও এমন হয়, চরিত্র আর কাহিনির সঙ্গে মিশে যাওয়ার পর সহশিল্পীর সঙ্গে যে প্লেটোনিক বন্ধুত্ব, সেটা প্রেমে রূপান্তরিত হয়ে যায়। এইচবিওর সিরিজ ‘সিনস ফ্রম এ ম্যারিজ’-এ অস্কারের সঙ্গে আবেগপূর্ণ অভিনয় করতে গিয়ে আমার বেলায়ও সেটাই হয়েছে।’
তিনি জানান, ‘বিশেষ করে বিয়ের দৃশ্যগুলোয় অভিনয় কঠিন হয়ে পড়েছিল। কারণ সে সময় বুঝতে পেরেছিলাম অস্কারের সঙ্গে যে বন্ধুত্ব, তা আগের মতো নেই। সম্পর্কটা অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছে। সেই সিরিজে আমি অস্কারকে ভালোবেসেছি, ঘৃণা করেছি– সবই অভিনয়, তবু সেটা মনের ওপর চাপ ফেলেছে। এ সত্যিটা অস্বীকারের উপায় নেই।”
Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh