বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২১ মার্চ ২০২১
সারা আলি খান
সারা আলি খান। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। হাতে গোনা মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু তার প্রতিটিই ছিলো ব্লকবাস্টার।
বলতে গেলে বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন সারা। তাই এবার হয়তো বিয়ের জন্যও প্রস্তুত তিনি। সম্প্রতি মনীষ মালহোত্রার ডিজাইন করা বেশ কয়েকটি লেহেঙ্গা চোলি পরে ফটোশুট ও একটি ফ্যাশন ফিল্মে অংশ নিয়েছেন সারা আলি খান।
সেই ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করে সারা লিখেছেন, ‘এই (সারা আলি খান) সুশীল, ঘরোয়া ও সংস্কারি মেয়ের জন্য কোনো বিয়ের প্রস্তাব আছে কী?’
সারা আলি খান এখন ব্যস্ত রয়েছেন ‘আতরাঙ্গি রে’ ছবির কাজ নিয়ে। এতে তার পাশাপাশি দেখা যাবে অক্ষয় কুমার ও ধানুশকে।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh