বিনোদন ডেস্ক : | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জীর প্রেম চলছে বহুদিন ধরেই। সে খবর তো পুরোনো হয়ে গেছে। কিন্তু বিয়েটা তারা কবে সারবেন ভক্তদের মনে ভক্তদের মনে এমন প্রশ্ন প্রায়শই প্রশ্ন জাগে। এ নিয়ে মুখ খুললেন দুজনই। কৌশানি বলেন, আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনও বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হল। এখন সেটল করছি না। টলিপাড়ার খবর, ২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। সেই প্রসঙ্গেই অভিনেতা বনি সেনগুপ্ত বললেন, রেজিস্ট্রি করার কোনও প্ল্যান নেই।
করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিছিয়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh