বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
দেশের পরিচিত সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। দুই বছর আগে ভেঙে গেছে তার সাজানো-গোছানো সংসার। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সেই খবর তিনি প্রকাশ্যে এনেছেন দুই বছর পর। ১৪ মার্চ (রবিবার) গণমাধ্যমে এ খবর জানান পুতুল।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০১৯ সালের ২০ মার্চ বিয়ে করেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কানাডাপ্রবাসী আলোকচিত্রী নূরুল ইসলামকে বিয়ে করেন তিনি। কিন্তু কিছুদিন না যেতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।
পুতুল বলেন, ‘২০১৯ সালেই আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে দিন-তারিখ মনে নেই। মনে রেখেই-বা কী হবে? আমি তো বিচ্ছেদের পর স্বাভাবিক হয়ে আবার জীবনের ভেতর ঢুকেছি সেই কবেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পুতুল লিখেছেন, ‘দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই পথটা ঠিক যেন আমার কল্পনার সেই পথটা নয়, যে পথে আনন্দে হেঁটে নেওয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিল চূড়ান্ত দ্বন্দ্বে। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমার সৃষ্টিশীল সত্তা।
‘বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিল বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হবার বিষয়, বিচ্ছেদে ঘটা করার কিছু নেই। বিচ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজা-ই ভালো। সকলকে নিয়ে সেই বিচ্ছেদী সুর উদযাপনের কিছু নেই। কিন্তু চূড়ান্ত সত্য এই, সেই বিষাদে কোথাও মুক্তির গন্ধ মিশে থাকে, থাকে মুমূর্ষুতার অবসানে লম্বা করে নিশ্বাস নেওয়া। জীবনটা বেঁচে ওঠার সুযোগ পায় আরো একবার। সেই জীবনটাকে বাঁচিয়ে দেওয়া জীবনের প্রতিই সুবিচার বলে বিশ্বাস করি।
‘আজ এত দিন পর এই কথাগুলো বলার একটাই কারণ। সম্পর্কটার ভিতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবনযাপন করছি, এই দিনটার কোনো বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই একটা তারিখ মাত্র। শুভেচ্ছা শুভকামনা জানানোর কিছু নেই। জীবন সহজ হবার স্বপ্নে যেমনি শুভকামনা জানাই নিজেকে নিজে প্রতিদিন, আজও তা জানাচ্ছি। ফেসবুক যতই স্মৃতিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে, নিজের কাছে নিজের প্রত্যয় কেবলই সামনে তাকানোর।’
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh