বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১০ এপ্রিল ২০২১
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে সতর্কতা জরুরি। এখন মানুষের সর্বক্ষণের সঙ্গী ফেস মাস্ক। বিভিন্ন রঙ-বেরঙের মাস্কে স্টাইল খুঁজছেন সৌখিন মানুষেরা। তবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার পছন্দটা অনেকের চেয়েই আলাদা। হীরার মাস্ক পরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মাস্ক পরা ভিডিও আপলোড করে নেটাগরিকদের দেখার সুযোগ করে দিয়েছেন এই অভিনেত্রী।
ভিডিওর ক্যাপশনে উর্বশী লিখেছেন, ‘সম্পূর্ণ মুখের জন্য হীরার মাস্ক। উফ বড্ড ভারী। দোষ দেবেন না প্লিজ।’
উর্বশীর ভিডিওতে চোখ বুলালে দেখা যায়- মাস্কের মাঝখানটি কাঁচ দিয়ে ঢাকা। বাকি অংশ পুরোটাই হীরা দিয়ে নকশা করা। তার সেই ভিডিওতে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। তবে কেউ কেউ সমালোচনা করতেও ছাড় দেননি। তবে সমালোচনার দিকে খুব একটা নজর দেন না এই অভিনেত্রী। সূত্র : সংবাদ প্রতিদিন
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh