বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে বলেছে প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য। এতে বলা হয়েছে, ফ্রান্স এবং জার্মানি ‘আইনের শাসনের প্রতি শ্রদ্ধার সঙ্গে সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত।’
তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে বলে যৌথ বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত।’
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সংলাপ বজায় রাখব।’ দুই দেশ স্মরণ করেছে যে আদিলুর রহমান খান, মানবাধিকার সংস্থা অধিকারের পক্ষে ২০১৭ সালে মানবাধিকার এবং আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কারপ্রাপ্ত।
Posted ২:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh