বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেকেই শহীদ হয়েছেন যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আনন্দের এসব খবরে উচ্ছ্বাসের বদলে বিষাদের ছায়া নেমে এসেছে শহীদরের সহপাঠী, পরিবার ও স্বজনদের মধ্যে। যাদেরকে নিয়ে আনন্দ উদযাপন করার কথা ছিল তারা নেই, আজ হারিয়ে গেছে চিরতরে। তবে তারা যাওয়ার পরেও রেখে গেছেন তাদের কৃতিত্বের স্বাক্ষর।
নাফিসা হোসেন মারওয়া : সাভারে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.২৫ এ উত্তীর্ণ হয়েছেন। ১৭ বছর বয়সী এই কিশোরী আন্দোলন চলাকালীন সময়ে সম্মুখ সারিতে ছিলেন। গত ৫ আগস্ট দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা রোডে পুলিশের গুলিতে মারা যান তিনি।
সাদ আল আফনান পাটওয়ারী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত সাদ আল আফনান পাটওয়ারী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আফনান লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান।
মাহাদী হাসান পান্থ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহাদী হাসান পান্থ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তিনিও জিপিএ-৩.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলায় ছাত্রজনতার মিছিলে পুলিশের গুলিতে আহত হয়ে সেদিন সন্ধ্যায়ই মৃত্যুবরণ করেন সরকারি তোলারাম কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ।
শাহরিয়ার বিন মতিন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ময়মনসিংহ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়েছেন। গত ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ হয়ে যায়। শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে।
মো. রায়হান : শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. রায়হান। মিছিলে হঠাৎ মাথায় ও পিঠে গুলি এসে লাগে তার। শহীদ হন গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রায়হান। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার ফলাফল দেখে অঝোরে কান্নায় ভেঙে পড়েন শহীদ রায়হানের মা-বাবা।
সবুজ মিয়া : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ মিয়া এইচএসচি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এইচএসসির প্রকাশিত ফলাফলে জানা যায়, শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে তিনি জিপিএ- ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গিয়ে গুলিতে শহীদ হন সবুজ মিয়া।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh