বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
প্রযোজনায় আসছেন শুভশ্রী। এবার তিনি আলাদা প্রযোজনা সংস্থা খুলতে আগ্রহী প্রকাশ করেছেন। যদিও প্রযোজনায় আগেই হাতেখড়ি হয়েছে তার। এবার নিজের প্রযোজনা সংস্থা খুলতে আগ্রহী দেখিয়েছেন তিনি। এরই মধ্যে প্রযোজক হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আত্মপ্রকাশ করেছেন। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ় ‘আবার প্রলয়’ গত আগস্টে মুক্তি পায় । চলতি বছরে আগস্টে মুক্তি পাচ্ছে রাজ পরিচালিত ‘বাবলি’।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। তার অধীনে তৈরি ছবিতে অভিনয়ও করেছেন শুভশ্রী। কিন্তু এবার তিনি নিজের প্রযোজনা সংস্থা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন। ঘনিষ্ঠ মহলে এ বিষয় নিয়ে নাকি মতামতও চেয়েছেন শুভশ্রী। তবে রাজ ও শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই দুই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন— এ প্রত্যাশা তাদের।
এর আগে গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন শুভশ্রী। ওই সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাইছেন শুভশ্রী। এমনিতেই এখন তিনি বেছে বেছে ছবি করেন। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি পায়ের নিচের মাটি শক্ত করতে চান। শোনা যাচ্ছে, খুব শিগগির এ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অভিনেত্রী। শুভশ্রী কী ধরনের প্রোজেক্ট প্রযোজনা করতে ইচ্ছুক, তা জানার অপেক্ষায়।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh