বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ আনার পরে তা নিয়ে জলঘোলা হয় বিস্তর। এদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। তার দাবি, ছবির সেটে সকলের সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন বিবেক। অস্বস্তিতে পড়তে হয়েছিল তনুশ্রীকে।
‘চকোলেট’-এর শুটিং চলছিল। সেই ছবির এক দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিং-এর ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক। দাবি করেছিলেন, শুটিং-এর আগেও তাকে ওই খোলামেলা পোশাকেই থাকতে হবে।
তনুশ্রী বলেন, শুটিং এর ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো। পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরে বসিয়ে রাখতেন তিনি। তনুশ্রী আরও জানান, বিবেক নাকি তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন।
তিনি বলেন, একদিন শুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। আমার ওপর চিৎকার করতে শুরু করলেন পরিচালক। বললেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্যদিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু একদিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে আমি আগে আসি কিনা দেখার জন্যই সেই দিন তিনি আমার আগে সেটে পৌঁছেছিলেন।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh