বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
ভালোবাসা দিবসকে সামনে রেখে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারকে ঘরনি করেন। তবে এখন তারা একেবারেই আলাদা। নিজেদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন এ জুটি। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই। এক বার্তায় শুভ জানান, ২০ জুলাই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধও করেছেন।
৩১ জুলাই রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে আরিফিন শুভ লিখেছেন, ‘আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’
এসেছে মায়ের প্রসঙ্গও। বলেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh