বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
নারায়ণগঞ্জ শহরের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৫ এপ্রিল (সোমবার) সকাল ৯টা পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে।
এছাড়াও উপজেলা প্রশাসনের তালিকায় ২৯ জন নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন তাদের স্বজনরা।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই নারী। রাতেই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহ হস্তান্তর করা যায়নি। অন্য যে চারজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- সুনিতা সাহা (৪০), সখিনা বেগম (৪৫), প্রতিমা শর্মা (৫৩) এবং আক্তার লতা (১৮)। তারা সবাই মুন্সিগঞ্জের বাসিন্দা।
গত ৪ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল দোতলা ছোট আকারের যাত্রীবাহী লঞ্চ ‘সাবিত আল আসাদ’। মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকায় পৌঁছালে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় সেটি ডুবে যায়। দুর্ঘটনার পর লঞ্চের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসলেও এখনো খোঁজ মেলেনি অনেকের।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয় কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যদের। পরে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পৌঁছে কাজ শুরু করেছে। রাত ১০টার দিকে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh