বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন দুই চিত্রনায়িকাকে-অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে দুজনের সঙ্গেই তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। তবুও বিশেষ কিছু সময়ে দুই প্রাক্তন স্ত্রীকেই দেখা যায় শাকিব খানের সঙ্গে।
এই মুহূর্তে শাকিব নিউইয়র্কে বুবলীকে নিয়ে সময় কাটাচ্ছেন। দুজনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে আগ্রহী অনেকে।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অপু বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।
অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’
শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’
আব্রাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।’
Posted ৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh