নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
গত ১১ আগস্ট, সোমবার থেকে ২২ আগস্ট শুক্রবার পর্যন্ত কুইন্সের বিভিন্ন স্পটে বিনামূল্যে ব্যাকপ্যাক বিতরণ করা হচ্ছে। প্রধানত এসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেস রোহাসের নেতৃত্বে এই ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রাম হবে।
তবে তার সাথে থাকছেন অপর এসেম্বলি সদস্য ক্যাটেলিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য টিফানি ক্যাবান ও শেকার কৃষ্ণান, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস এবং কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওশাসিও কর্টেজের টিম।
এস্টোরিয়াঃ উডফ্রি প্লেগ্রাউন্ডে (৩৮স্ট্রিট ও ২০ রোড) ব্যাকপ্যাক বিতরণ করা হবে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উডসাইডঃ নাইচার কর্ণারস্টোন কম্যুনিটি সেন্টারে (৫০-১৯ ব্রডওয়ে) ব্যাকপ্যাক বিতরণ করা হবে ২২ আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত। ইস্ট এলমহার্স্টঃ গোরম্যান প্লেগ্রাউন্ডে (২৫ এভেন্যু ও ৮৪ স্ট্রিট) ব্যাকপ্যাক বিতরণ করা হবে ২০ আগস্ট বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ব্যাকপ্যাক বিতরণে সহায়তা করেছে হিস্পানিক ফেডারেশন, মেট্রো হেলথ প্লাস প্রভৃতি প্রতিষ্ঠান।
Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh