বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
চিত্রনায়িকা পরীমনি বেশকিছু ভালো কাজ শেষ করেছেন গত এক বছরে। এরমধ্যে অন্যতম সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবিটিতে তার নায়ক সাইমন সাদিক। তবে মূল চরিত্রে দেখা মিলবে পরীর। অন্যদিকে এরইমধ্যে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজও শেষ করেছেন। হইচইয়ের এ সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এটি পরীর হইচইয়ে প্রথম কাজ। তবে দেশের সার্বিক পরিস্থিতি একদিকে যেমন স্থিতিশীল নেই, তেমনি কলকাতায়ও তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় চলছে সর্বত্র প্রতিবাদ। এই সময়ে ‘ডোডোর গল্প’ যেমন পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে ‘রঙিলা কিতাব’ও। ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীর আর দু’দিনের শুটিং বাকি রয়েছে।
সেটি এরইমধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। অন্যদিকে ‘রঙিলা কিতাব’ চলতি মাসের ৮ তারিখ মুক্তির কথা ছিল। কিন্তু জুলাইতেই সিদ্ধান্ত নেয়া হয় সিরিজটির মুক্তি পিছিয়ে দেয়ার। যদিও নতুন তারিখ ঠিক করা হয়নি। দুই দেশের সব ঠিক হওয়ার পরই এটি মুক্তি পাবে। এদিকে এ বিষয়ে পরীমনি বলেন, আন্দোলনের ফলে দেশে এখন পরিবর্তন এসেছে। আশা করছি খুব
দ্রুতই ‘ডোডোর গল্প’সহ বাকি কাজগুলোতে ফিরতে পারবো। কলকাতাও এখন উত্তাল। সবমিলিয়ে ‘রঙিলা কিতাব’ও মুক্তির তারিখ পরিবর্তন হয়েছে। যদিও অপেক্ষাটা বেড়েছে। তারপরও বলবো সবুরের ফল মিষ্টি হয়। আশা করছি এ দুটি কাজই দর্শকদের খুব ভালো লাগবে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh