বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। ১৩ অক্টোবর (রবিবার) বিকেলে কালিহাতী পুরাতন থানা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর অপু পাল (১২) উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারও প্রতিমা বিসর্জন দেওয়ার আগ-মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেলে ৪টার দিকে গতি বেশি থাকায় দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হয়।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:০০ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh