বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
এখন থেকে প্রবাসীরা পূর্বঘোষণা ছাড়াই সেবা খাতের আয় করা ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২১ লাখের বেশি) বা সমতুল্য অন্য মুদ্রা দেশে পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। এর আগে ঘোষণা ছাড়া ১০ হাজার ইউএস ডলার বা সমপরিমাণ অন্য মুদ্রা দেশে পাঠাতে পারতেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবা খাতের আয় বাবদ প্রাপ্ত রেমিট্যান্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা খাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে। ইতোমধ্যেই সার্কুলারটি অনুমোদিত সব ডিলার (এডি) শাখায় পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারটি দেখতে এখানে ক্লিক করুন।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh