বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন বাবা-মা কাউকে যেন কোনোভাবে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। ২০ ডিসেম্বর (সোমবার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, সন্তানদের শুধু বাবা-মার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শুধু বাবা-মার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে, তা হলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে।
প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের বাবা-মার ভরণপোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh