বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানানো হবে। তবে স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর গাছ থেকে খেজুর পারতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
Posted ৯:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh