বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
কারিনা কাপুর। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এজন্য সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরতে বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ভক্তদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কোনো গুজব নয়, মাস্ক পরুন।’
ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরিহিত। তাঁর মুখে লুইস ভুটনের মাস্ক। আর মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।
বেবো তার সাজ সম্পন্ন করেন সোনার চেইন ও বড়সড় লকেট দিয়ে। লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা যায়, মাস্কটি ধুয়ে পুনর্বার পরা যায়। শুধু বেবো নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।
Posted ৭:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh