বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল কলকাতায়। নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবিও উঠেছে। ঠিক এমন সময় প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের হুমকি দেয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’
সেই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন, ‘আর আমরা একজন নারীর জন্যই ন্যায় বিচার চাইছি, তাই না? এরা অনেকের মধ্যে কিছু, এখন ধর্ষণের হুমকিকে নর্মলাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একইসঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে- তারা নাকি মেয়েদের পাশে আছেন! এটা কোন শিক্ষার পরিচয়?’
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh