সোমবার, ৬ মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মির্জা ফখরুলের মুক্তি দাবি ৬৮ বিশিষ্ট নাগরিকের

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

মির্জা ফখরুলের মুক্তি দাবি ৬৮ বিশিষ্ট নাগরিকের

ছবি : সংগৃহীত

‘দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৬৮ বিশিষ্ট নাগরিক। ৩ নভেম্বর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ৬৮ বিশিষ্টজন এ দাবি জানান। বিবৃতিতে যারা সই করেছেন, তাদের অধিকাংশই বুদ্ধিজীবী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, শিক্ষাবিদ, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত ও ব্যাংকার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও বিএনপি মহাসচিবের একান্ত সচিব কৃষিবিদ ইউনুস আলী এই বিবৃতি গণমাধ্যমে সরবরাহ করেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জোড়ালো হচ্ছে বলে বিবৃতিতে এ ৬৮ নাগরিক মন্তব্য করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটি করার দাবি জোড়ালো হচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে।

৬৮ বিশিষ্ট নাগরিক তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী বলে আমাদের কাছে প্রতীয়মান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় তার জন্যে মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সর্বজনবিদিত। রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। সমাজের বিশিষ্টজনরা বলেন, আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবেন।


বিবৃতি দাতারা হলেন- বদরুদ্দীন উমর, ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, ড. সালেহউদ্দীন আহমেদ, প্রফেসর আনু মুহাম্মদ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ড. আহমেদ কামাল, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. এটিএম নূরুল আমিন, প্রফেসর ড. সদরুল আমীন,প্রফেসর ড. আকমল হোসেন, প্রফেসর ড. ইউসুফ হায়দার, প্রফেসর ড. তাজমেরি ইসলাম, নাসের বখতিয়ার, সিরাজুল ইসলাম, প্রফেসর ড. চৌধুরী আবরার,প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. মো. নুরুন্নবী,প্রফেসর ড. মোহাম্মদ নাজমুস শাহাদাত, প্রফেসর ড. দিলারা চৌধুরী,প্রফেসর ড. মোঃ শামসুল আলম সরকার, প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, প্রফেসর ড. মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. আব্দুস সালাম, প্রফেসর আবুল কালাম সরকার, প্রফেসর ড. মো. কামরুল আহসান, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ড. সোমা মমতাজ, প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, প্রফেসর ড. মাসুদুল হাসান খান (মুক্তা), প্রফেসর ড. সাইদুর রহমান পান্নু, প্রফেসর ড. ফজলুল হক, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড. শাহেদ জামান, প্রফেসর ড. মতিয়ার রহমান, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান, প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রফেসর মামুন আহমেদ, প্রফেসর ড. মো: আকতার হোসেন খান, প্রফেসর ড. মো. আবদুর রশিদ, প্রফেসর ড. মো. ইয়ারুল কবির,প্রফেসর ড. সাইফুদ্দিন,প্রফেসর ড. মো. আবদুল করিম, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মো. আল আমিন, প্রফেসর ড. মো. নসরুল কাদির, প্রফেসর ড. মো. গোলাম হাফিজ কেনেডি, দেবাশিষ পাল, প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মো. মতিনুর রহমান, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, প্রফেসর আনিছুর রহমান, প্রফেসর তালেবুর রহমান, প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম, প্রফেসর তানভীর আহসান, খান মো. মনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম, প্রফেসর ছবিরুল ইসলাম হাওলাদার, প্রফেসর ড. মো: মামুনুর রশিদ, প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, প্রফেসর জাহিদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো: মোশাররফ হোসেন, প্রফেসর ড. জহুর হোসেন ও প্রফেসর ড. মাসুমা হাবিব।


advertisement

Posted ২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার
কাঁঠাল সমাচার

(1408 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.