বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০২ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
রাজনীতির প্রতিটি স্তর থেকে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইড’ করে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “রাজনীতিতে নারীদের অনিরাপদ দেখিয়ে তাঁদের সাইবার বুলিং করা হচ্ছে, আইসোলেট করা হচ্ছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নীরব।”
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় যুবশক্তি।
সামান্তা বলেন, “জুলাই আন্দোলনে দেশের প্রতিটি জেলায় মেয়েরা ফ্রন্টলাইনে ছিলেন। কিন্তু এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল কমিটিতে নারীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে সাইবার বুলিং, ক্যারেক্টার শেমিং, স্লাট শেমিং চলছে। নারীদের রাজনীতিতে অনিরাপদ প্রমাণের চেষ্টা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা গুলি খেতেও প্রস্তুত ছিলাম। পরিবার বাধা দেয়নি। কিন্তু এখন রাজনীতিতে আসার পথে পরিবার বাধা দিচ্ছে, কারণ আমাদের অ্যাবিউজ করা হচ্ছে। এটা দুঃখজনক।”
এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সামান্তার অভিযোগ, “আমি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের সঙ্গে কথা বলেছিলাম। তিনি অবলীলায় বলে দেন, ‘ডেটা নাই।’ কিন্তু আমরা জানি, ইচ্ছা থাকলে সব সম্ভব। অথচ তারা নীরব।”
জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা তুলে ধরে সামান্তা বলেন, “যখন নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দেন, তখনই আওয়ামী লীগের ন্যারেটিভ ভেঙে পড়ে। মিছিলে মেয়েরা সামনে গিয়ে ছেলেদের রক্ষা করেছেন। না গেলে আরও অনেক পুরুষ নিহত হতেন।”
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh