বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
আবারও জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ১ নভেম্বর (শুক্রবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’
স্পষ্টত এই পোস্টে হাসনাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোকে ইঙ্গিত করেছেন। হাসনাতের একই পোস্ট করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও। ওই পোস্টের কমেন্ট বক্সে হাসনাতকে মেনশন করে সারজিস লিখেন, হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে কড়া কথা বলে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত। তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
Posted ৬:৩০ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh