বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর হারে বিশ্বে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তিন কারণে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার বেশি। ভবিষ্যতে ডেঙ্গুর ধরন পরিবর্তন হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। ওই তিন কারণ হলো—১. আক্রান্তের প্রকৃত সংখ্যা অনুযায়ী মৃত্যুর হার নির্ণয় না করা, ২. প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে না পারা এবং ৩. মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরে ডেঙ্গু রোগের চিকিৎসাব্যবস্থায় ঘাটতি থাকা।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারের দেওয়া হিসাবের চেয়ে ১০ গুণ বেশি। যারা গুরুতর অবস্থায় হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে, তাদের গণনায় ধরা হয়েছে। এর মধ্যে আবার সব হাসপাতালের তথ্য নেই। এতে মৃত্যুর হার অনেক বেশি দেখা গেছে। তিনি বলেন, চিকিৎসাব্যবস্থা দ্বিকেন্দ্রিক না হওয়ার কারণে মৃত্যু বেশি হয়েছে। অর্থাৎ মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরে চিকিৎসায় ঘাটতি থাকায় মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা করা যেত তাহলে মৃত্যু আরো অনেক কম হতো। গুরুতর রোগীর সংখ্যাও কম হতো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) তথ্য মতে, চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ১০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ২৫ লাখ ৬৯ হাজার ৭৪৬ জন আক্রান্ত হয়েছে ব্রাজিলে, মৃত্যু হয়েছে ৯১২ জনের। মৃত্যুর হার ০.০৪ শতাংশ। এরপর পেরুতে আক্রান্ত দুই লাখ ৫৭ হাজার ৮৯ জন, মৃত্যু হয়েছে ৪২৪ জনের, মৃত্যু হার ০.২ শতাংশ। বাংলাদেশে আক্রান্ত দুই লাখ ৪০ হাজার ৯৭ জন, মৃত্যু হয়েছে এক হাজার ২১৪ জন, মৃত্যু হার ০.৫ শতাংশ। বাংলাদেশের পর মৃত্যু হার বেশি ফিলিপাইনে; দেশটিতে আক্রান্ত ৮০ হাজার ৩১৮ জন, মৃত্যু হয়েছে ২৯৯ জনের, মৃত্যুর হার ০.৪ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতিবছর ১০০টি দেশে প্রায় ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। বাংলাদেশে ১৯৬৪ সাল থেকে ডেঙ্গু আক্রান্তের বিষয় রেকর্ড করা হলেও নিয়মিতভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয় ২০০০ সাল থেকে। মূলত ২০১৭ সাল থেকে ডেঙ্গুর ব্যাপকতা বাড়তে থাকে এবং ২০২৩ সালে এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh