বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আর এক্ষেত্রে সুপারস্টার শাকিব খান প্রায়শই থাকেন আলোচনার শীর্ষে। এবার শাকিবের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুধবার (২ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সেই ১ম বার”, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট, যা দেখে অনেকেই এটিকে কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন। এই ছবি ঘিরে চলচ্চিত্র পাড়ায় এখন নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
ঠিক একমাস আগে গত ২ জুন বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল, ‘লাভ লাভ’-যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।
এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?
এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনও উঠে আসে গণমাধ্যমে। শোনা যায়, শাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন। এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরও উসকে দিয়েছিল।
Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh