বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
চিত্রনায়িকা পূজা চেরী। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ ভালো ভালো ছবিতে অভিনয় করে আসছেন। সবশেষ গত ঈদে ‘লিপস্টিক’ ছবিতে দেখা মিলেছে তার। এ ছবিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এদিকে দ্রুতই জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। যদিও দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূজা গত এক মাস ধরে বেশির ভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন। সময় দিচ্ছেন পরিবারকে।
এদিকে এক ফেসবুক পোস্টে সম্প্রতি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন এ চিত্রনায়িকা। তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। যার ফলে বিভ্রান্তিতে পড়েছেন পূজা চেরীর ভক্ত-দর্শকরা।
এ বিষয়ে এ নায়িকা লেখেন, কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া/ গেমিং অ্যাপের প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না। তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণা মেনে নেয়া যায় না। সে কারণেই আমি সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ করবো।
কারণ এর মাধ্যমে যে কেউ প্রতারিত হতে পারেন। তাছাড়া আমার সুনামও নষ্ট হচ্ছে। এদিকে চলতি বছরই মা হারিয়েছেন পূজা চেরী। সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। পরবর্তীতে শোককে শক্তিতে পরিণত করে ‘লিপস্টিক’ ছবির প্রচারণায় নামেন এ তারকা। বর্তমানে নতুন ছবির শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন তিনি।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh