বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ৩০ মে ২০২৫
কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফল উপজেলার বহু এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ছবি : সংগৃহীত
সিলেটে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি ঢল আর মুষলধারে বৃষ্টিতে ইতিমধ্যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জাফলং ও কানাইঘাট উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মদীনা মার্কেট, দরগাহ মহল্লা, শিবগঞ্জ, হাউজিং এস্টেট, মেন্দিবাগ, রেলগেইট, দক্ষিণ সুরমা, মাছিমপুরসহ নগরের বহু জায়গা পানিতে ডুবে আছে। এতে করে দুর্ভোগে পড়েছেন নগরবাসী, ব্যাহত হচ্ছে যান চলাচল।
স্থানীয়রা জানায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা। টানা বৃষ্টি দেখলেই সেই দৃশ্য চোখে ভেসে ওঠে। তারা আশঙ্কা করছেন, এবারও যদি বৃষ্টিপাত এভাবে চলতে থাকে, তবে ফের বড় ধরণের বন্যার সম্মুখীন হতে হবে সিলেটবাসীকে।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, ৩০ মে (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭.৪ মিলিমিটার। আর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, বৃষ্টির প্রবণতা বেড়েই চলেছে। তিন ঘণ্টার ব্যবধানে ৮ মিলিমিটার বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের সুরমা, গোয়াইন, সারি, মনু ও ধলাই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী–সংলগ্ন এলাকাগুলো বন্যায় প্লাবিত হতে পারে। ইতোমধ্যে হাওরাঞ্চলের অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়াবিদরা সতর্কতা জারি করে বলছেন, পরিস্থিতির আরও অবনতি হতে পারে, তাই আগাম প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
Posted ৬:২২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh