বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৬ আগস্ট ২০২৪
স্বামী এড ওয়েস্টউইক ও ছেলে আন্দ্রেয়াসের সঙ্গে এমি জ্যাকসন। ছবি : সংগৃহীত
ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড ও দক্ষিণী অভিনেত্রী এমি জ্যাকসন। দীর্ঘ সময় ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে এবার ছেলের অনুরোধে বিয়ের পর্ব সারলেন। সম্প্রতি ইতালিতে দীর্ঘদিনের প্রেমিক হলিউড অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন তিনি। নিজের বিয়ের বিষয়টি এমি নিজেই নিশ্চিত করেছেন। ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে সেরেছেন দুজনে। সে বিয়ের ছবি এরই মধ্যে সামনে এসেছে। এমি গত ২৩ আগস্ট বিয়ে করেন। তবে বিষয়টি গোপন ছিল।
বিয়েতে সাদা গাউনে সেজেছিলেন এমি। মাথায় ছিল সাদা ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীকে। বিয়ের অংশ হয় এমির পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও। এমি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর ছেলে আন্দ্রেয়াস। ২০১৯ সালে মা হয়েছিলেন এমি, ২০২১ সালে সেই সম্পর্কে ইতি টানেন দুজনে। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর নায়িকা বলেন, ‘সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, ‘মা, তুমি বিয়ে করোনি?’ ২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগদান পর্ব সেরেছিলেন তারা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh