বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
লাশের পাশে পাওয়া চিরকুট। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবদম্পতি যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা এক মাস আগে বিয়ে করেছিল। ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের ১০ পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একটি বালির মাঠের দুটি প্লটের মাঝখান থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালির মাঠের পাশে ঘোরাফেরা করছিল। লাশ দুটির পাশে একটি খালি বোতল পড়ে ছিল। তা থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে তারা বিষপানে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন, মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)। নতুন দুটি প্লটের মাঝখানে স্বামীর লাশের উপরে স্ত্রীর লাশটি পড়েছিল। স্ত্রী রুমির ওড়নার আঁচলে বাধা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে এক সঙ্গে কবর দেবেন।’
নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, ‘আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।’
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুস সালাম মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh