বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
হলিউড তারকা ব্র্যাড পিট ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
বলিউড থেকে হলিউড—তারকাদের মধ্যেও অনেক সময় গড়ে ওঠে মুগ্ধতা বা তারকাপ্রীতি। এবার এমনই এক উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর চোখে হলিউড অভিনেতা ব্র্যাড পিট যেন এক অনন্য অনুপ্রেরণা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে দীপিকা লেখেন, “ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।”
এই এক পংক্তিতেই দীপিকার মুগ্ধতা যেন ঝরে পড়েছে। অনেকেই ধারণা করছেন, ব্র্যাড পিটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘F1’ দেখে এতটাই আবেগপ্রবণ হয়েছেন দীপিকা যে, তিনি এমন একটি পোস্ট দিয়েছেন।
পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত এই সিনেমায় ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হায়েস চরিত্রে—একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার হিসেবে। স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবির মাধ্যমে অনেকদিন পর এমন শক্তিশালী চরিত্রে ফিরলেন তিনি।
২৭ জুন মুক্তি পাওয়া ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার হয় লন্ডনে, যেখানে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ একঝাঁক হলিউড তারকা। বিশ্বজুড়ে আলোচিত ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।
দীপিকার ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট, তিনি শুধু ব্র্যাড পিটের অভিনয়ের ভক্তই নন, তার ব্যতিক্রমী ব্যক্তিত্বেরও অনুরাগী। বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার প্রতি দীপিকার এমন প্রকাশ্যে উচ্ছ্বাস যেন ভক্তদের মাঝেও বাড়তি কৌতূহল তৈরি করেছে।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh