বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া
অনেক বছর ধরেই প্রবাসে বসবাস করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউডে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি—সেই পরিস্থিতিতেই হিন্দি সিনেমা জগৎ ছেড়ে পাড়ি জমান হলিউডে। প্রায় এক দশকের কঠোর পরিশ্রমে সেখানে গড়ে তোলেন নিজের ক্যারিয়ার। বর্তমানে যুক্তরাষ্ট্রের পপস্টার নিক জোনাসের সঙ্গে সংসার করছেন এই অভিনেত্রী। তাদের ঘর আলোকিত করেছে একমাত্র কন্যাসন্তান মালতী মেরি।
সাম্প্রতিক সময়ে বলিউডে গুঞ্জন উঠেছে, প্রিয়াঙ্কা আবারও ফিরছেন হিন্দি সিনেমায়। শোনা যাচ্ছে, শাহরুখ খানের বিপরীতে তাকে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার দেশকে গর্বিত করেছেন তিনি। তবে এবার তার একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রিয়াঙ্কার খাবারের পছন্দের বিষয়ে দেওয়া একটি উত্তর তাকে এনে দিয়েছে ‘আমেরিকান’ তকমা, যার ফলে ক্ষুব্ধ হয়েছেন অনেক নেটিজেন।সম্প্রতি ‘হেড অব স্টেট’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে একটি খেলার অংশ হিসেবে তাকে দু’টি খাবারের মধ্যে একটি বেছে নিতে বলা হয়।
প্রথম প্রশ্ন ছিল—শিঙাড়া না এমপানাডা, কোনটি বেশি পছন্দ? এমপানাডা হলো স্পেন এবং আমেরিকায় জনপ্রিয় একটি ভাজা খাবার, যা শিঙাড়ার মতোই পুরভর্তি হয়। প্রিয়াঙ্কা জানান, দুটি খাবারই তার প্রিয়, তিনি কোনো একটিকে এগিয়ে রাখতে পারেন না। এরপর দ্বিতীয় প্রশ্নে বড়া পাও ও হটডগের মধ্যে পছন্দ জানতে চাওয়া হলে তিনি বলেন, “অবশ্যই হট ডগ।”
এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেক নেটিজেন তাকে কটাক্ষ করে বলছেন, “তিনি আর দেশি গার্ল নন, হয়ে গেছেন পরদেশি গার্ল।” কেউ কেউ অভিযোগ করেছেন, প্রিয়াঙ্কা আমেরিকান হওয়ার চেষ্টা করছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
তবে, প্রিয়াঙ্কা যে এখনো ভারতীয় সংস্কৃতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, তার প্রমাণ মেলে তার সামাজিক যোগাযোগমাধ্যমে। দীপাবলির সময় মেয়েকে সঙ্গে নিয়ে উৎসব পালন করেন তিনি; স্বামী নিক জোনাসও তখন ভারতীয় পোশাকে দেখা দেন। আবার কখনো মেয়েকে দাদির সঙ্গে রুটি বেলতে দেখা যায়—সেই সব মুহূর্তের ভিডিও তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।
Posted ১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh