বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৩ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে প্রধান বিদেশি মুদ্রা ডলারের দর এক টাকা পর্যন্ত কমেছে; যার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংকগুলো ১২১ টাকা ৮৫ পয়সায় ডলার বিক্রি করেছে। আট দিন আগে ২ জুলাই এ দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। মূলত ওই দিনের পর থেকে ডলারের দর একটু একটু করে কমতে থাকে এবং ১০ জুলাই তা ১২১ টাকার নিচে নামে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অর্থ পেতে ১৪ মে ডলারের বিনিময় মূল্য বাজারভিত্তিক করার ঘোষণা দেওয়ার পরও তা না বেড়ে দেড় মাস পর উল্টো কমছে।
আগের চেয়ে শর্ত শিথিল করার পর বেড়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে প্রথমে কিছুদিন একই জায়গায় ঘুরপাক খাওয়ার পর গত দেড় সপ্তাহ থেকে তাতে কিছুটা নিম্নমুখী ভাব দেখা যায়। এর কারণ হিসেবে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলছেন ব্যাংকাররা। মূলধনি যন্ত্রপাতির আমদানি কমায় সেভাবে ডলার খরচ হচ্ছে না বলেও তুলে ধরেন তারা।
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রেমিটেন্সের দর দেওয়া হয়েছে ১২১ টাকা। এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৪০ পয়সা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তরা বলছেন, মাঝে কয়েক মাস রেমিটেন্সে উল্লম্ফনের পাশাপাশি রপ্তানি আয়ের প্রবাহ বাড়ার কারণে ডলার বাজার স্থিতিশীল রয়েছে। এর সঙ্গে জুনে আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে অর্থ ছাড় হওয়ায় বাংলাদেশ ব্যাংকের কাছে বড় অঙ্কের ডলার আসে।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh