বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
আদালত প্রাঙ্গণে সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দিয়েছেন ।
১৫ ডিসেম্বর (সোমবার) বিকেল ৫টা ৩৩ মিনিটে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান এ রিমান্ড আবেদন করেন।
আদালতে আনিস আলমগীর বলেন, ‘মাননীয় আদালত, আমি সাংবাদিক। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। দুই যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব (পেশা) কারও কাছে নতজানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দিই। এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের (প্রধান উপদেষ্টা) বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি, ৩২–এ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি। এটা ফিরে আসবে। সেটা বলেছি। ‘
তিনি বলেন, ‘জুলাইয়ের স্পিরিট কীভাবে বাড়বে, আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কী হয়েছে, আমি জানি না। আমার সঙ্গে কারও যোগসূত্র নেই। ড. ইউনূস যদি চায়, সারা বাংলাদেশকে কারাগার বানাবে, বানাতে পারে।’
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সোমবার উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ মামলাটি করেন। মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল ও উপস্থাপক ইলা ফ্লোরা কিসপট্রা ওরফে মারিয়া কিসপট্রা, ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh