বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে এক শিশুসহ পাঁচজন। ১ এপ্রিল (শনিবার) ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউতে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার বাসিন্দা। আহত শিশু তাইফুর (১২) একই ক্যাম্পের সাব ব্লক ডি-৫ এর নুরুল আমিনের ছেলে।
গোলাগুলিতে নিহতের ঘটনা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলে, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh