বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ‘উজ্জ্বল সাফল্য’ রাখায় নিজ দেশের প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর মিটিংয়ে তিনি জানান, তার দেশ ভয়ানক ভাইরাসটির প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেছে। উত্তর কোরিয়ার দাবি, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আগে ছয় মাস পূর্বেই দেশের সীমানা বন্ধ করে দেয়া হয় এবং কয়েক হাজার লোককে আইসোলেশনে রাখা হয়।
এর ফলে উত্তর কোরিয়ায় কোনো করোনা আক্রান্ত রোগী নেই। যদিও বিশ্লেষকেরা এই দাবির সঙ্গে একমত হতে পারেননি। তাদের ভাষ্য, করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে দেশটি। গত ২ জুলাই অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে করোনা মোকাবিলায় গত ছয়মাসে জারি করা জরুরি পরিস্থিতির নানা পদক্ষেপের বিশদ বর্ণনা দেন কিম জং উন।
ক্ষমতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটির দূরদর্শী নেতৃত্বের কারণে ভাইরাসটি মোকাবিলায় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উত্তর কোরিয়া নেতা জানান। তবে প্রতিবেশী দেশে এখনও ভাইরাসটির সংক্রমণ আছে বলে উল্লেখ করে তিনি করোনা মোকাবিলার সঙ্গে যুক্তদের সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের শিথিলতা যাতে না হয় এই ব্যাপারে গুরুত্বারোপ করেন।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh