বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ায় স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ৮২ বছর বয়সী সাবেক রাজা এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে দেশ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান বলে বিবিসি জানিয়েছে। তদন্তের জন্য যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে সাবেক এই রাজা জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগ নিয়ে এভাবে দেশ ছেড়ে যাওয়া একজন সাবেক রাজার জন্য খুবই অপমানজনক। সাবেক এই রাজা এখন কোথায় বসবাস করবেন সেটি এখনো পরিষ্কার নয়। তবে স্পেনের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে যে কার্লোস এখন দেশে নেই। সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে কার্লোসের বিরুদ্ধে জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট।
জানা যায়, সৌদি আরবের মক্কা-মদিনা রেল প্রকল্পের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পায় স্পেনের একটি কোম্পানি। ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পের সঙ্গে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেয় দেশটির সুপ্রিম কোর্ট। কারণ হিসেবে বলা হয়, তিনি যতক্ষণ পর্যন্ত রাজা ছিলেন, ততক্ষণ পর্যন্ত তার দায়মুক্তি ছিল। এই তদন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতেও গড়িয়েছে।
Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh