ঢাকা | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ভূঁইয়া উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি নোয়াগাঁ ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন নজরুল। এসময় স্ট্যান্ডে থাকা অপর সিএনজিচালক তাকে নামিয়ে লাইনে থাকা সিএনজি দিয়ে যেতে বলে। এতে চালক ও স্ট্যান্ডের লোকজনদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করে ও পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটায় তার মৃত্যু হয়।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh