বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
এবার নেট দুনিয়ায় নর্তকী লুকে ঝড় তুললেন অভিনেত্রী মোনালিসা। নর্তকীর ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘নমক ইশক কা’ ধারাবাহিকের ইরাবতীর চরিত্রে মোনালিসার লুক প্রকাশ্য করলো নির্মাতা। ধারাবাহিকটি নর্তকী ইরাবতীর জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে।
ধারাবাহিকে দেখা যাবে ইরাবতী বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তাকে ঘরের বউ হিসাবে মেনে নিতে অস্বীকার করে। এতে বহুদিন আগে হারিয়ে যাওয়া দুই বন্ধুর মিলনে নতুন মোড় নিতে দেখা যাবে। অভিনেতা আদিত্য ওঝাকে দেখা যাবে চঞ্চম অর্থাৎ শ্রুতি শর্মার হারিয়ে যাওয়া বন্ধু ও পরবর্তী সময়ে স্বামীর ভূমিকায়। ইরাবতীর চরিত্রটি মূলত খলনায়িকার বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, মোনালিসা ভোজপুরি অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়াও বলিউডে বিভিন্ন নাচের শো এবং ধারাবাহিকে দেখা গেছে তাকে। ২০১৭তে ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংকে বিয়ে করেন মোনালিসা।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh