বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ জুন ২০২১
ছবি : সংগৃহীত
প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী বাংলাদেশে ছুটে আসেন। বিয়ে করেন তারপর পূর্বপরিচিত বন্ধুকে। ৫ জুন (শনিবার) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ বিয়ের আয়োজন হয়। তবে বিয়েতে শুধু কনে একা থাকলেও বরের নিকটতম কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।
গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকে প্রধানিয়া বাড়িতে শত শত নারী-পুরুষ ভিড় করেন। অন্যদিকে আমেরিকান নারীর সঙ্গে বিয়ে হলেও তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চান বাংলাদেশি বর।
চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে আমেরিকান মেয়ে জিইনাবচনের সঙ্গে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।
এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহবন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়, এ জন্য আমাদের দোয়া করবেন। আলোচিত এই বিয়ে সম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দিইনি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, একজন বিদেশি নারীর সঙ্গে এমন বিয়ের আয়োজন। তবে বিষয়টি পুলিশ কিংবা প্রশাসন অবগত নয়। তার পরও এ ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh