বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
মিথ্যাচার করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এই কথাও ভুলতে পারি না যে, শেখ মুজিবুর রহমানের লাশ তাঁর বাড়ির সিঁড়িতে পড়ে ছিল। তার পরে আওয়ামী লীগের নেতারা সরকার গঠন করেছিলেন। যারা আজ মিথ্যা প্রচার চালায় যে, এখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন তাদের একটাই উদ্দেশ্য—জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করা এবং তাকে একেবারে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা। কিন্তু তা সম্ভব নয়।’
১৮ আগস্ট (শুক্রবার) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠান হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ কত বছর হয়ে গেল জিয়াউর রহমানের নাম কি মুছে ফেলতে পেরেছে? পারে নাই, পারে না। যেসব মানুষ ক্ষণজন্মা, যারা ইতিহাস তৈরি করেন, যারা একটা রাষ্ট্রের জন্মের জন্য যুদ্ধ ঘোষণা করেন, যারা জনগণের কল্যাণের জন্য একটা রাষ্ট্র নির্মাণের সমস্ত ভিত্তি তৈরি করেন, তাদের এভাবে মুছে ফেলা যায় না, ভুলিয়ে দেওয়া যায় না।’
Posted ২:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh