বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ১৭ আগস্ট ২০২০
সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে একটি হোটেলের সবাইকে সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারী সদস্যরা ৫ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ওই জিম্মি দশার অবসান ঘটায়। এ সময় গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে ৪ হামলাকারীর সবাই নিহত হয়েছে । এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়। সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১৬ আগস্ট দুপুরে হোটেলে সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রধারীরা ভিতরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। ৫ ঘণ্টা পর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh