সোমবার, ১৮ মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য বনভোজন

চট্টগ্রাম সমিতির বর্ণাঢ্য বনভোজন

গত ১১ জুলাই রোববার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে চট্টগ্রাম সমিতির জমকালো বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনটিতে প্রকৃতি খুবই শান্ত থাকায় বনভোজন আনন্দ -উচ্ছাস আর উল্লাসে উজ্জ্বল হয়ে উঠে। বনভোজনে অংশগ্রহনকারী অতিথি, নারী-শিশু পুরুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহন এবং নানা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন,পুরুষ্কার বিতরন, র‌্যাফেল ড্র এবং ভোজন পর্বের নানা আয়োজনে এই বনভোজন রূপ বদলে উৎসবের আমেজ তৈরি হয়। আয়োজনে সমিতির সদস্য ছাড়াও আরো যোগ দিয়েছিলেন কমিউনিটি লিডার, শিল্পী, কথা সাহিত্যিকে, সাংবাদিক, বাংলাদেশ থেকে আগত রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

বনভোজন উদ্ভোধনী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং চট্টগ্রাম সমিতির বর্তমান সভাপতি মনির আহমদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনে এবং সমিতির সাবেক কর্মকর্তাদের সাথে নিয়ে বনভোজন উৎসবটি সন্মিলিতভাবে উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।



তার সাথে ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব বাহার চৌধুরী, সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাষ্টী বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ হানিফ, সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি সরওয়াজ্জামান চৌধুরী,বাংলাদেশ সোসাইটির প্রসিডেন্ট পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন,চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক মুর্শেদ রেজঙী চৌধুরী,সমিতির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার মো: হাছান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু,বঙ্গবন্দু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক আব্দুল কাদের মিয়া ,বিশিষ্ট ব্যবসায়ি রিল্যায়েন্সের ইলেকট্রিকের আবুল কাসেম ,নিউইর্য়ক সিটির সিনেটর পদপ্রার্থী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব গিয়াস আহমেদ,ও বিএনপির নেতা মিল্টন ভুঁইয়া, ফাতেমা ইনসুরেন্সের এবং চট্টগ্রাম সমিতির সাবেক সহ সভাপতি তারিকুল হায়দার চৌধুরী ,এসএ ট্রাভেলস ও সমিতির সাবেক দপ্তর সম্পাদক আলী আকবর বাপ্পী ও আরো অনেকে।

সমিতির সভাপতি মনির আহমদ সভার শুরুতে বলেন, মহামারি করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আজ বনভোজনে সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দ লাগছে। প্রধান অতিথি জনাব ইনজিনিয়ার মোশাররফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সমিতি সহ সাধারণ সম্পাদক এবং বনভোজন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন। এছাড়াও আগতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক ,সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মো: আবু তাহের, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাসুদ সিরাজী,সহসভাপতি আবুল কাসেম,যুগ্ম সাধারন সম্মাদক মহিউদ্দীন চৌধুরী খোকন,সমাজ কল্যান সম্পাদক মো: হোসেন ,এবং কার্যকরি সদস্য মীর কাদের রাসেল। সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন প্রবাসের প্রখ্যাত শিল্পী রিজিয়া পারভীন, রাজীব সহ আরো অনেকে।


ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির ক্রীড়া সম্পাদক মো: ইলিয়াছ, তাকে সহযোগিতা করেন মহিম উদ্দীন, আলী নূর রিটন ,আয়ুব আলী, মাহবুবুর রহমান। বনভোজনের অন্যতম আকষনীয় পর্ব ছিল রাফেল ড্র। রাফেল টিকেট তত্বাবধানে ছিলেন সহ সভাপতি আবুল কাশেম , অর্থ সম্পাদক রবিউল হোসেন ও কার্যকরী সদস্য মীর কাদের রাসেল, এই র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরনী পরিচালনা করেন বনভোজন কমিটির আহবায়ক মো: আবু তাহের ও সদস্য সচিব ইকবাল হোসেন, তাদেরকে সহযোগিতা করেন কোষাধক্ষ রবিউল চৌধুরী, দপ্তর সম্পাদক শফিকুল আলম, ইকবাল হায়দার চৌধুরী, সদস্য মীর কাদের রাসেল, হারুন অর রশীদ এবং মাহবুবুর রহমান। সর্বোচ্চ র‌্যাফেল টিকেট বিক্রি করে পুরস্কার জিতে নেন যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকন।

পরিশেষে সভাপতি সমাপনি বক্তব্য বনভোজনে আগত অতিথিদের ধন্যবাদ জানান বং সকল কার্যকরি পরিষদ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে একটি সফল বনভোজন চট্টগ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও রহিল আন্তরিক কৃতজ্ঞতা। সকল সদস্যের সুস্থতা কামনায় বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন। সার্বিক সহযোগিতায় করেন কামাল হোসেন মিটু, মুজিবর রহমান, নুরুল আনোয়ার, ইব্রাহিম দিপু, মাষ্টার কলিম উল্লাহ, তৌহিদুল আলম, মেজবা উদ্দিন, জামাল চৌধুরী, নজরুল ইসলাম, মেজবা উদ্দীন, মহিউদ্দিন আরিফ, মাহিন মাহমুদ, আক্তার হোসেন, সম্রাট, জাবেদ হোসেন, জিয়াউর রহমান, পল্লব রয়, বিশ্বজিৎ, টিটু, মাহবুবুর রহমান, রেহেনা হানিফ, সালমা আক্তার মুক্তা ও প্রমুখ।

advertisement

Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.