বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এ খবরে সিলমোহর দেননি সিনেমার টিমের তরফে কেউ-ই। কিন্তু ‘কিক ২’ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এর আগে ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন ‘কিক ২’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, ২০২৫ সালে শুরু হবে সেই সিনেমার শুটিং। আর সেই সিনেমার জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই কাজ শুরু করবেন বলে জানিয়েছিলেন তিনি। কারণ ‘কিক ২’ তার বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। এবার সেই সিনেমার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফের। আগামী ২৭ ডিসেম্বর, সালমানের জন্মদিনেই নাকি সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও গুঞ্জন ওঠে।
অন্যদিকে এ সিনেমার নায়িকা বাছাই পর্বও উঠে এসেছে চর্চায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু এবার ‘কিক ২’ সিনেমার সিক্যুয়েলে তাকে দেখা যাবে না।
কারণ জ্যাকুলিনের জায়গায় দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। যদি সব কিছু পরিকল্পনামাফিক এগোয় তাহলে এই সিনেমায় দর্শক প্রথমবার পাবেন সালমান-কৃতি শ্যানন জুটিকে।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh