বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার নির্বাচিত উপদেষ্টা কমিটি ঘোষণা করেছেন।
কমিটিতে ১০০-এরও বেশি কর্মকর্তা রয়েছেন, যার মধ্যে কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস (ডি-৮), কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (ডি-১৪), গভর্নর ক্যাথি হোকুল, অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, স্টেট কম্পট্রোলার টম ডিন্যাপোলি, স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস, অ্যাসেম্বলির স্পিকার কার্ল হিস্টি, পাবলিক অ্যাডভোকেট জুমান ডি. উইলিয়ামস, নবনির্বাচিত এনওয়াইসি কম্পট্রোলার মার্ক ডি. লেভিন, স্টেট সিনেটর ডিস্ট্রিক্ট ৪৭ এবং আগামী ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হয়লম্যান-সিগাল, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, সিটি কাউন্সিলর শাহানা হানিফ, সিটি কাউন্সিলর শেখর কৃষ্ণান অর্ন্তভূক্ত।
গত ১২ ডিসেম্বর শুক্রবার কমিটির প্রথম বৈঠকের পর মামদানি সাংবাদিকদের জানান, এই কমিটি তার ট্রানজিশন প্রক্রিয়ার অংশ এবং এটি তাঁর প্রশাসনের কর্মীদের কল্যাণ এবং জীবনযাত্রার ব্যয় কমানোর এজেন্ডা গঠনে সহায়তা করবে।
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদসমূহ সম্পর্কে প্রশ্নে মামদানি বলেন, “আমরা এখন দল গঠন নিয়ে কাজ করছি এবং বছরের শেষের মধ্যে আমাদের সিটি হলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ ঘোষণা করতে পারব। আজ আর কোনো তথ্য দিতে পারছি না, তবে শীঘ্রই জানানো হবে।”
মেয়র-নির্বাচিত এখনও প্রকাশ করেননি কে তাঁর প্রশাসনে কাজ করবেন। এর আগে তিনি তাঁর ডেপুটি মেয়র এবং চিফ অফ স্টাফসহ প্রথম কিছু সিটি হলের নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেছিলেন।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh