বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
জ্যামাইকা মুসলিম সেন্টারের কর্মকর্তাদের শপথ গ্রহণ
নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটির সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি। গত ১৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা। জেমসির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ডাঃ নাজমূল এইচ খান’র সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি আফতাব মান্নানের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ডাঃ মাহমুদুর রহমান ও কোষাধ্যক্ষ সাঈদ রহমান লাবু।

সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেএমসির ডাইরেক্টর ইমাম সামসি আলী। তিনি আলোচনা করেন মসজিদের সম্মান, মর্যাদা ও মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে। এছাড়া আন্তধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে জ্যামাইকা মুসলিম সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আনুষ্ঠানিক শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সভার সভাপতি ডাঃ নাজমূল খান। তিনি বিদায়ী কমিটির বিগত দু’বছরের কর্মকান্ড, মসজিদের সম্প্রসারণ প্রকল্প এবং জেমমসির সার্বিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের বর্ণনা দেন। সম্প্রসারণ কাজ দ্রুততর করার লক্ষ্যে আর্থিক অনুদানের জন্য আহ্বান জানান ডাঃ খান। উল্লেখ্য ডাঃ নাজমূল খান আগামী দু’বছরের জন্য নিবাহী কমিটির প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। বিদায়ী কমিটির প্রেসিডেন্ট ও নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ মাহমুদুর রহমান তার মেয়াদকালীন সময়ে বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করেন।
সাধারণ সভার অন্যতম এজেন্ডা ছিলো সেক্রেটারী ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পেশ। সেক্রেটারি আফতাব মান্নান তার রিপোর্টে বিগত বছরে জেএমসিতে অনুষ্ঠিত সকল কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন। দুই মেয়াদের সেক্রেটারি আফতাব মান্নান বলেন, জেএমসির উন্নয়ন ও সেবামূলক কাজে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি। তবে কোন ত্রুটি হলে অবশ্যই তা মার্জনীয়। তিনি প্রতিষ্ঠানটির অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
কোষাধ্যক্ষ সাঈদ রহমান তার রিপোর্টে তুলে ধরেন বিগত দু’বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব। এসময় সেক্রেটারী ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন কয়েকজন সদস্য এবং কয়েকটি সংশোধনী প্রস্তাব ও করেন তারা। ১৪ ডিসেম্বরের সভায় বিগত বছরের সাধারণ সভার প্রস্তাবও গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
কার্য নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের শপথ গ্রহণঃ
সাধারণ সভার বিশেষ আকর্ষন ছিলো ২০২৬-২০২৭ বছরের জন্য মনোনীত কমিটি দু’টোর অনুমোদন ও শপথ গ্রহণ। এ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট ফার্মাসিষ্ট ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোজাফফর। তাকে সহযোগিতা করেন কমিটির ভাইস চেয়ারম্যান আখতার হোসেন।
সৈয়দ মোজাফফর কমিটি গঠনের প্রক্রিয়া এবং দু’কমিটির মনোনীত সদস্যদের নাম ঘোষণা করে অনুমোদন প্রার্থনা করেন হাউজে। জেএমসির গঠনতন্ত্র মোতাবেক নূতন দু’টি কমিটির কর্মকর্তাদের নাম অনুমোদনের জন্য সদস্যদের মাঝে উপস্থাপন করেন। উপস্থিত সদস্যগণ অকুন্ঠ সমর্থন জানান প্রস্তাবিত কমিটির প্রতি এবং নব নির্বাচিতদের স্বাগত জানান। পরে দুই কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান সিলেকশন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোজাফফর।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ডা. নাজমুল এইচ. খান এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো. ফখরুল ইসলাম দেলোয়ার।
কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট ডা. নাজমুল এইচ. খান, ভাইস প্রেসিডেন্ট আফতাবউদ্দিন মান্নান, সেক্রেটারী মো. ফখরুল ইসলাম দেলোয়ার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাসিরউদ্দিন, ট্রেজারার সৈয়দ এম. রহমান লাবু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শাহাদাত হাসান, সদস্য-১ মোহাম্মদ আই. রাশেদ রানা, সদস্য-২ মোহাম্মদ এন. আহসান, সদস্য-৩ মোহাম্মদ শাহাবুল উদ্দিন, সদস্য-৪ শোয়েব বখত, সদস্য-৫ আজাহার হক, সদস্য-৬ জুলকার এন. হায়দার ও সদস্য-৭ মোহাম্মদ সাইফুল ইসলাম।
ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা হচ্ছেন: চেয়ারম্যান ডা. মোহাম্মদ এম. রহমান, ভাইস চেয়ারম্যান এনাম মোহাম্মদ হক, সদস্য-১ মোহাম্মদ শাব্বির তাহের, সদস্য-২ মহিবুল ইসলাম, সদস্য-৩ আসাবুর রহমান সাবু, সদস্য-৪ মুজিবুর রহমান, সদস্য-৫ মোহাম্মদ এ. মুকিত, সদস্য-৬ মোহাম্মদ এস. আহমেদ হুমায়ুন । দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে সাধারণ সভার।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh