বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৯ আগস্ট ২০২৫
ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এই ঘোষণা দেন।
ভিসি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ছাত্ররাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। গত বছরের ১৭ জুলাই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে।” তিনি আরও জানান, নীতিমালা অনুযায়ী প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রকাশ্য ও গুপ্ত—দুই ধরনের হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।
ঘোষণার আগে মধ্যরাত থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় রাজনীতিবিরোধী নানা স্লোগান দিয়ে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ছয় দফা দাবি জানান। পরবর্তীতে ভিসি ও প্রক্টর এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh