বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ২২ আগস্ট ২০২০
দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। গত ২১ আগস্ট দিনগত রাত ২টার দিকে গুলশানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃণাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃণাল হক। বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। ‘২১ আগস্ট রাতে ওনার সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh