বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১০ আগস্ট ২০২৪
ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ১০ আগস্ট পদত্যাগ করেছেন। তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ১০ আগস্ট দুপুরে ল রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী স্বপন শিকদার জানান, বিচারপতি ওবায়দুল হাসান এখনও নিজ বাসভবনেই অবস্থান করছেন। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।
এ ছাড়া বেলা ১১টার দিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে ঢল নেমে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূলভবনসহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করে।
Posted ২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh