বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৯ মে ২০২৪
বামে গাজী হাফিজুর রহমান, ডানে হাসান জাহিদ তুষার। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চাকরি হারানোর কারণ জানা যায়নি। ২৯ মে (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। উভয়ের চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের (গাজী হাফিজুর রহমান ও হাসান জাহিদ তুষার) চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।
২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি লিকুকে প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয় প্রজ্ঞাপনে। ২০১৯ সালের ৪ মার্চ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তুষার। সর্বশেষ গত ২৮ জানুয়ারি তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এর প্রায় চার মাস পর তার নিয়োগ বাতিল হলো। মাগুরা জেলায় জন্মগ্রহণকারী হাসান জাহিদ তুষার দীর্ঘদিন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
Posted ১০:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh